Settings >More>Mobile Networks>Network Mode>Enbale 3G তে গিয়ে Banglalink select করুন।

Network Mode - Gsm/WCDM auto সিলেক্ট করুন। আর ৩জি নেট ব্যবহারের জন্য যেকোনো একটি 3G pack কিনুন।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

৩g নেট প্যাক মারার পর-

*#*#4636#*#* ডায়াল করুন, তারপর phone information এ যান,  তারপর নেটওয়ার্ক টি wcdma only করে দেন, তারপর পাশেই menu তে গিয়ে select radio band ---এটি automatic করে দেন, দুবার করেন---- ৩g পেয়ে যাবেন। 

Talk Doctor Online in Bissoy App
RanaRana

Call
*5000# ডায়াল করে >00 রিপ্লাই করুন।।
তারপর দেখুন হেন্ডসেট সেটিং ও থ্রিজি নেট সেটিং অপশন আছে..
থ্রিজি নেট অপশনে যান,
স্টার্ট থ্রিজি চালু করুন।।
এবার থ্রিজি প্যাক ক্রয় করে থ্রিজি নেট
সুবিধা উপভোগ করুন।।
তাছাড়া All লিখে ৩৩৪৩ নম্বরে পাঠিয়ে দিন
তার ম্যাসেজ আকারে কনফিগারটা সেভ করুন।।

অারো একটা জিনিস লক্ষ্য করুন,
সেটা হলো কিছু মোবাইলে উভয় সিম 
কিন্তুু থ্রিজি সাপোর্ট করে না,
সেক্ষেত্রে একটি সিম ন্যারো করতে হয়,ন্যারো
সিমের পোর্টে যে সিম থাকবে কেবল সেটাই থ্রিজি
সাপোর্ট করবে।।
উভয় সিম স্লট সুবিধা আছে কি না তা যাচাই করুন।।

সে সাথে ফোনের নেট/ডাটা সেটিং ও চেক করুন যে সেখানে কোন মোড সেট করা আছে,
>GSM only হলে টুজি 
>WCDM only হলে থ্রিজি নেট
>auto থাকলে (টুজি/থ্রিজি উভয়)
এক্ষেত্র যখন যে নেট পাবে(2G/3G)সেটা কাজ করবে
Talk Doctor Online in Bissoy App