মানে নিজেকে ওজনহীন মনে হয়
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী - বিশ্বের প্রতিটি বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে । এই আকর্ষণ বলটি পৃথিবীও আমাদের ওপরে প্রয়োগ করে । একে মহাকর্ষ বল বলে । যার ফলে আমরা আমাদের নিজেদের ওজন অনুভব করি । এই অভিকর্ষ বল না থাকলে আমরা আমাদের ওজন অনুভব করতে পারতাম না । পৃথিবীতে এই অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান 9.8 মিটার /সেকেন্ড ২(m/s*s) । যখন নাগোরদোলা আমাদের নিয়ে ওপরে ওঠে, তখন অভিকর্ষ বলের বিপরীতে কাজ করে এবং ত্বরণ হয় ঋণাত্মক । তাই আমরা নিজেদেরকে ভারী অনুভব করি । কিন্তু এটা যখন নিচে নামে, তখন অভিকর্ষ বলের সাথে হয় এবং আমাদের ত্বরণ হয় ধনাত্মক । যার ফলে আমারা নিজেদের ওজন হালকা অনুভব করি । আর তখনই আমাদের একটু অদ্ভুত্‍ লাগে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ