ARZU

Call

মোবাইল নম্বরের পরিবর্তে ইমেইল নম্বর বসাতে পারবেন। সেটিংস এ গিয়ে নির্দেশনা গুলো ভালো করে পড়ুন মোবাইলের জায়গায় ইমেইল লিখে পরবর্তী পদক্ষেপ গুলো অনুসরণ করুন। চেষ্টা করুন না পারলে কেন পারছেন না জানালে অবশ্যই সহযোগিতা পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
avir

Call

মোবাইল নম্বরের পরিবর্তে ইমেইল যোগ করতে হবে আপনার আইডিতে ইমেইল যোগ করতে নিচের নিয়ম অনুসরন করেন profile→about→email→add a email তারপর পাশওয়ার্ড দিয়ে সেভ বাটনে ক্লিক করেন হয়ে যাবে।তারপর আপনি আপনার মোবাইল নম্বর আইডি থেকে রিমোভ করতে পারবেন।মোবাইল নম্বর রিমোভ করতে profile→about→mobile →তারপর রিমোভ অপশনে ওকে করেন হয়ে যাবে। তাহলে আর নাম্বার দিয়ে লগইন করতে হবে না মেইল দিয়ে লগইন হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ