যেহেতু আপনি কম্পিউটার ভাল বুঝেন, তাই এ বিষয়ে করলে আপনার জন্য অারো সহজ হবে এবং বিষয়টি ভালভাবে বুঝতেও পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

একচুয়ালি বিষয়টা হচ্ছে আপনি কম্পিউটারের কোন বিষয় ভাল বোঝেন? আপনি যদি কম্পিউটারের প্রোগ্রামিং ভাল বুঝেন, সেই সাথে ম্যাথেও ভাল প্র্যাকটিস থাকে তাহলে আপনার জন্য সিএসই তে ডিপ্লোমা করা ভালই হবে। যদি আপনি শুধু কম্পিউটার অপারেশন ভাল বুঝেন, যেমন, অফিস ওয়ার্ড চালানো, এক্সেল চালানো কিংবা অডিও-ভিডিও চালানো বা গেম খেলা, তাহলে আপনার আর অন্যদের জন্য কম্পিউটার বিজ্ঞান তথা সিএসই নিয়ে পড়াশুনা করায় কোন পার্থক্য নেই । তবে একটা বিষয় হচ্ছে আগ্রহ, আপনার যদি কম্পিউটারের প্রতি অনেক ঝোঁক থাকে এবং কম্পিউটারের খুটিনাটি জানার ও পড়ার অদম্য ইচ্ছে মনে মনে পোষণ করেন, তাহলে আপনি কম্পিউটার বিজ্ঞান তথা সিএসই তে ডিপ্লোমা করতে পারেন। এছাড়া মেয়েদের জন্য এখন নার্সিং এ ডিপ্লোমা করলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আরো একটি সাবজেক্ট আছে মেয়েদের জন্য যা ক্যারিয়ারের জন্য চমৎকার, সেটি হচ্ছে, ইলেক্ট্রো মেডিকেল। এই দুইটি সাবজেক্ট আপনার জন্য যথেষ্ট ভাল হবে বলে আমি মনে করি।  আপনি কোন গ্রুপ থেকে এসএসসি দিয়েছেন, সেটা বলেননি। যদি সায়েন্স থেকে এসএসসি দিয়ে থাকেন এবং আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার হবার খুব ইচ্ছে থাকে তাহলে আমি বলব, আপনি ইন্টার পড়ুন এবং ইন্টারেও বিজ্ঞান বিভাগ নিয়েই পড়ুন। এরপর কোন একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেমন, বুয়েট, কুয়েট, রুয়েট বা চুয়েট এ এডমিশন নেয়ার জন্য চেষ্টা করুন। না পেলেও যে কোন একটি ইউনিভার্সিটি যেখানে সিএসই সাবজেক্টটি আছে সেখানথেকে ইঞ্জিনিয়ারিং পড়ুন, তাহলে এই ফিল্ডে ভাল ক্যারিয়ার গড়তে পারবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App