সেহরি খাওয়ার আধাঘণ্টা আগে "ফিনিক্স-২০এমজি" একটা ট্যাবলেট খেয়ে নিবেন। 

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

এ ধরনের সমস্যার জন্য কারমিনা সিরাপ অত্যন্ত কার্যকরী। কারমিনার খেতে পারেন, হামদর্দের। সব ফার্মেসিতেই এটি পাবেন। একজন গ্যাস্ট্রোএন্টারোলজি অথবা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াই উত্তম হবে।

Talk Doctor Online in Bissoy App

একদম প্রকৃতি উপায় হলো ইফতার করার পর আর রাতে শোবার আগে একটা করে রসুনের কোয়া খেয়ে নিবেন। ২ দিন খেয়ে ফলাফল টা জানাবেন । এরকম খাওয়ার ফলে যদি আপনার দিনের বেলা বেশী খুধা লাগে। তবে শুধু রাতে শোবার আগে খাবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার তো তাহলে এসিডিটির সমস্যা ।আপনি সাহরি খাওয়ার আধা ঘন্টা আগে ২০ এমজির যেকোনো এসিডিটির ঔষধ (সারজেল,সেকলো,লোসেকটিল,প্রিভাস,ফিনিক্স) যে কোনোটি খেতে পারেন ।

Talk Doctor Online in Bissoy App