এক চোর ব্যাগ নিয়ে আম পাড়তে যাচ্ছে । আমের বাগানে ঢুকতে হলে পাঁচ টি গেট পার হতে হয় । পাঁচ গেটে পাঁচজন পাহারাদার আছে । প্রথম গেট পার হওয়ার সময় পাহারাদার বলল, কোথায় যাচ্ছ ? চোর বলল আম পাড়তে । পাহারাদার বলল যতগুলো আম নিয়ে আসবে তার অর্ধেক আমাকে দিতে হবে ।চোরটি বলল ঠিক আছে । তবে তোমাকে অর্ধেক আম দেওয়ার পর আমাকে একটি আম ফেরত দিতে হবে । পাহারাদার রাজি হল । এভাবে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম গেটের পাহারাদারদের সাথেও একই শর্তে কথা হল । এখন চোর পাঁচ টি গেট পার হয়ে আম পাড়তে গেল । আম পাড়া হল । প্রথমে ৫ম গেটের পাহারাদারকে তারপর ৪র্থ ,৩য় ,২য় ,১ম গেটের পাহারাদারকে শর্ত মোতাবেক আম দিয়ে গেট পার হয়ে আসতে হবে । ৫ম গেটের পাহারাদারকে অর্ধেক আম দিয়ে শর্তমতে একটি আম ফেরত নিয়ে চোরের অর্ধেক একত্র করে যতগুলো আম হল সেই আম নিয়ে ৪র্থ গেটে আসল । এগুলো থেকে ৪র্থ গেটের পাহারাদারকে অর্ধেক আম দিল এবং একটি আম নিল ।এখন চোরের অর্ধেক আম ও ফেরত নেয়া একটি আম একত্র করে ৩য় গেটে গেল ।এগুলো থেকে ৩য় গেটের পাহারাদারকে অর্ধেক আম দিল এবং শর্তমতে একটি আম ফেরত নিল । এখন চোরের অর্ধেক ও একটি আম একত্র করে যতগুলো আম হল সেই আম নিয়ে ২য় গেটে গেল । এগুলো থেকে ২য় গেটের পাহারাদারকে অর্ধেক আম দিল এবং শর্তমতে একটি আম ফেরত নিল । এখন চোরের অর্ধেক ও একটি আম একত্র করে যতগুলো আম হল সেই আম নিয়ে ১ম গেটে গেল । এগুলো থেকে ১ম গেটের পাহারাদারকে অর্ধেক আম দিল এবং শর্তমতে একটি আম ফেরত নিল । এখন চোরের দুটি  আম রইল । চোর কতটি আম পেড়েছিল ?
শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

চোর মোট দুইটি আম পেড়েছিলো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ