শেয়ার করুন বন্ধুর সাথে

নাকের রক্ত পড়া রোধে => নাক দিয়ে রক্ত পড়লে সঙ্গে সঙ্গে বসে পড়ুন এবং বৃদ্ধ ও নির্দেশক অঙুলি দিয়ে নাকের সামনের নরম অংশে চাপ দিয়ে এবং মুখ দিয়ে শ্বাস নিন...এভাবে ১৫-২০ মিনিট চেপে ধরলে অনেক ক্ষেত্রে রক্ত পড়া বন্ধ হয়ে যায়... Image => অনেক সময় কপালে, ঘাড়ে বরফ দিয়ে ঘষলে বা বরফ ঠান্ডা পানি খেলে উপকার পাওয়া যায়... => যদি এতেও বন্ধ না হয় তবে হাসপাতালে বা নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন...অবস্থ্যা জটিল হলে বিশেষজ্ঞ রক্তের উৎস (Cauter) নির্নয় করে নাক প্যাক (ANS/PNS pack) দিয়ে রক্তক্ষরন বন্ধ করেন...মেডিক্যাল কারণে রক্ত ঝরলে তার চিকিৎসা করেন...নাকের পেছনের অংশ থেকে রক্ত ঝরলে রোগীর অবস্থা আশঙ্কা যুক্ত হতে পারে...সেক্ষেত্রে অনেক সময় রক্ত ধমনী External artery বেঁধে দেওয়া হয়...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ