আমার পিসি তে windows 8 ইন্সটল করলে wifi option থাকে এবং আমি wifi ব্যাবহার করতে পারি। কিন্তু windows 7 ইন্সটল করলে wifi option খুজে পাই না
Share with your friends

উইন্ডোজ ৮ এ ওয়াইফাই ডিফল্টভাবে দেয়া থাকে, কিন্তু ৭ এ দেয়া থাকে না।

Talk Doctor Online in Bissoy App

যদি, পিসিতে wifi এর অপশন টি খুজে না পান, তাহলে পিসিতে wlan কার্ড, নির্দিষ্ট ড্রাইভ এর মাধ্যমে ইন্সটল করতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

উইনডোজ ৭ এ ড্রাইভার থাকেনা তাই খুজে পাননা। আপনি যে ওয়াইফাই রিসিভার কিনেছিলেন, তার প্যাকেটে দেখুন একটি ছোট ডিস্ক আছে। সেটি ডিভিডি ড্রাইভে প্রবেশ করিয়ে ওয়াইফাই ড্রাইভার ইন্সটল করুন। তাহলে ওয়াইফাই আইকন দেখতে পাবেন,কানেক্ট করে ব্যবহার করতে পারেন। অথবা অল ড্রাইভার সফটওয়ার প্যাক দ্বারা স্কান করেও ওয়াইফাই ড্রাইভার ইন্সটল দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App