আমি গত 1/3/16 তারিখে SYMPHONY P6 কিনেছি । নতুন থেকেই চার্জ হতে 4.5 ঘন্টার মত লাগে । 1% থেকে 99% পর্যন্ত চার্জ হতে 3 ঘন্টার মত লাগে । আর 99% থেকে 100% হতে 1.5 ঘন্টা লাগে । আমার এক বন্ধুর ও P6 আছে । আমি তাকে জিঞ্জেস করলাম তার ফোনে চার্জ হতে কয় ঘন্টা লাগে ? সে বলল আমার 4.5 ঘন্টার মতই লাগে । আমার প্রশ্ন হচ্ছে, কোনো ভাবে কম সময়ে চার্জ দেয়া যায় ?
Share with your friends
Call

মোবাইলের ব্যাটারিতে যতটুকু চার্জ প্রয়োজন ততটুকু চার্জ নিবে চার্জ হতে কখনো সময় বেশি লাগে আবার কখনো কম লাগগে এর কারন হচ্ছে চার্জারের সমস্যা চার্জারের আইসির সমস্যা হলে চার্জ হতে অনেক সময় নেয়।আর ফোন চার্জ দেওয়ার সময় ফোন বন্ধ করে চার্জে দিন দেখবেন চার্জ হতে আগের চেয়ে একটু কম সময় লাগছে।

Talk Doctor Online in Bissoy App

মোবাইল ফোন বন্ধ বা Airplane Mode এ দিয়ে চার্জে দিলে অনেক কম সময়ে ফুল চার্জ দিতে পারবেন। আর চার্জে লাগিয়ে ফোনে গেমস খেলা বা ব্যাকগ্রাউন্ডে যেন কোনো Process চলতে না থাকে সেদিকে থেয়াল রাখুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার চার্জারের অ্যাম্পিয়ার কত?

Talk Doctor Online in Bissoy App