Unknown

Call

বিভিন্ন গ্রহ-নক্ষত্র প্রাথমিক অবস্থায় সুবিশাল গ্যাসের কুণ্ডলী হিসেবে ছিলো, সুবিশাল বলতে কয়েক আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। এই কুণ্ডলী ধীরে ধীরে ঘনীভূত হয়েই গ্রহ-নক্ষত্রে পরিণত হয়। 

বিশাল আয়তন থেকে ঘনীভূত হয়ে ক্ষুদ্র আয়তন ধারণ করার সময় স্বাভাবিক ভাবেই এদের মাঝে কৌণিক ভরবেগের সৃষ্টি হয়। আর এই কৌণিক ভরবেগের কারনেই গ্রহ-নক্ষত্র নিজ অক্ষে ঘোরে, নির্দিষ্ট কক্ষপথ সৃষ্টির পেছনেই একই কারণ দায়ী।

PS: এর পিছনে আরও কিছু কারনও আছে, সেগুলো সহজে বুঝানো সম্ভব নয় বলে উল্লেখ করলামনা।


আপনার প্রশ্নে দুটি ভুল আছে- সৃষ্টির শুরু থেকেই গ্রহনক্ষত্র নিজ অক্ষে ঘুরছেনা, আর গ্যালাক্সি ব্ল্যাকহোলকে কেন্দ্র করে ঘোরে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ