পা ফোলার কারণ গুলো জেনে নেই ১। হার্ট ফেইলিউর হলে পা ফুলতে পারে। তবে এ ক্ষেত্রে শুধু যে পা ফোলে তা নয়। শ্বাসকষ্ট, বুক ধঁড়ফঁড় এবং বুক ব্যাথাও থাকে। ২। কিডনির অসুখে পা ফোলে। তবে প্রথমে মুখ ফোলে এবং শেষের দিকে পা ফোলে। ৩। অনেক্ষণ পা ঝুলিয়ে বসলে কিংবা দাঁড়িয়ে থাকলে পা ফুলতে পারে। ৪। লিভার ফেইলিউরে পা ফোলে। তবে অন্যান্য উপসর্গও থাকে। ৬। উচ্চ রক্তচাপে ব্যবহৃত এমন কিছু ওষুধ গ্রহণ করলে পা ফুলে যেতে পারে। এমলোডিপিন বহুল প্রচলিত একটি উচ্চ রক্তচাপের ওষুধ। এটি গ্রহণ করলে পা ফোলে। ৭। গর্ভাবস্থায় অনেকেরই পা ফোলে। এ নিয়ে ভয়ের কিছু নেই। ৮। পেটে বড় টিউমার হলে পা ফুলতে পারে। টিউমার রক্তনালীর উপর চাপ তৈরি করে। ফলে পা থেকে রক্ত হৃদপিণ্ডে অাসতে পারে না এবং পা ফুলে যায়। ৯। ভেরিকোস ভেন হলে পা ফুলে যায়। ১০। হাইপোথাইরয়ডিজমে পা ফোলে। তবে এক্ষেত্রে চাপ দিলে চামড়া বসে না। অভিজ্ঞ চিকিৎসক এটি সহজেই ধরতে পারেন। ১১। মারাত্মক রক্তাল্পতা বা অপুষ্টিতে পা ফোলে। থায়ামিন ভিটামিনের অভাবে বেরি বেরি হয়। তখন পা ফোলে। ১২। পরজীবীর আক্রমণে সৃষ্ট ফাইলেরিয়া রোগ হলে পা ফুলতে পারে। ১৩। গর্ভাবস্থায় এক্লাম্পসিয়া ও প্রিএক্লাম্পসিয়া হলে পা ফুলে যায়। এমন হলে অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে। না হলে সেটা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। ১৪। ডিপ ভেন থ্রম্বসসি হলে একদিকের পা ফোলে। দুদিকে নয়। এছাড়া সামান্য আঘাত কিংবা পায়ের চামড়ায় সংক্রমণেও কিন্তু পা ফুলে যেতে পারে। চিকিৎসা :: পা ফুলে গেলে একজন ভাল চিকিৎসকের নিকট যাওয়া উচিৎ। কারণ খুব সামান্য কারণে যেমন পা ফোলে আবার ডিপ ভেন থ্রম্বসিসের কারণেও কিন্তু পা ফোলে। বিমানে দীর্ঘক্ষণ ভ্রমণ করলে এবং বহুদন শয্যাশায়ী থাকলে বা বড় অপারেশনের পরে এক পা ফুলে গেলে ডিপ ভেন থ্রম্বোসিসের কথা মাথায় রাখা উচিৎ। এ রোগ পুষে রাখলে পায়ের শিরায় জমে থাকা রক্তের পিণ্ড ফুসফুসে চলে গিয়ে পালমোনারি এম্বলিজম তৈরি করে। এর ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

Talk Doctor Online in Bissoy App