Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার স্ত্রীর মিন্সের এক সপ্তাহের পর মিলন করেন এবং মিলনের ২ সপ্তাহ পর ওনার কালো রক্ত জমাট বাধা বের হচ্ছে। ওনার মিন্স নিয়মিত কিনা বা ওনার মিন্সের ডেট কখন তা জানালে ভালো হতো ।তবে ওনার এরকম জমাট বাধা কালো রক্তপাত  এসে থাকে মুলত অনেক সময় জরায়ু থেকে রক্ত যখন একটু দেরি করে বেরোয়, তখন রক্তের রং এমন হয়। তাই কালচে রক্ত বেরনো মানেই আপনি অসুস্থ, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। তবুও এরকম প্রতিনিয়ত অতিরিক্ত আসলে একবার গাইনোকলজিস্টের সঙ্গে এই নিয়ে আলোচনা করে নিতে পারেন। তবে হ্যা আপনার স্ত্রীর প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই। আসা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ