Call

এটা পুরাই নিজের ইচ্ছা। তাছারা যাদের মাথা বড় তারা একটু মার্জিত ভাবে চুল কাটুন। আই মিন,ভদ্র স্টাইলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোন মুখে কেমন হেয়ারকাট মানানসই? চুল কাটা নিয়ে কম বেশি সবাই দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন। কীভাবে কাটবেন, কোন কাট বা স্টাইলটি দিলে ভালো দেখাবে তা নিয়ে চিন্তা অনেকেরই। কারন চুল কেটে ফেলার পর ভালো না লাগলে তা নিয়েই থাকতে হয়। নতুন ভাবে চুল লম্বা না হলে হেয়ার কাট বদলানোর কোনো উপায় নেই। আসলেই সঠিক হেয়ার কাট নির্বাচন রূপ ও ফ্যাশন সচেতন যে কারো জন্য অনেক বেশি চিন্তার বিষয়। সাধারণত মুখের আকার জানা থাকলে তার সাথে মিলিয়ে হেয়ার কাট দিতে হয়। কারণ একেক আকৃতির মুখে একেক ধরণের হেয়ার কাট মানায়। আপনাকে জেনে নিতে হবে আপনার মুখের আকার কোন ধরণের এবং কোন হেয়ার কাটে আপনাকে মানাবে। দেখে নিন কোন আকৃতির মুখের জন্য কোন হেয়ার কাট সবচেয়ে বেশি মানান সই। ডিম্বাকৃতি মুখের জন্য ডিম্বাকৃতি মুখ যে কোনো হেয়ার কাটের জন্য বেশ উপযোগী। কারণ এই আকৃতির মুখের সাথে প্রায় সব ধরণের হেয়ার কাট মানিয়ে যায়। ইদানিং যে কাট গুলো চলছে তার মধ্যে ব্যাঙস, ব্যাঙস লেয়ার, ভলিউম লেয়ার, স্ট্রেইট ভলিউম লেয়ার ও কার্ল এর সবই ডিম্বাকৃতি মুখের সাথে বেশ মানানসই। যে কোন একটি স্টাইল করে দেখুন নিজেকে অনেক বেশি স্টাইলিশ মনে হবে। গোলাকৃতি মুখের জন্য গোলাকৃতি মুখের মেয়েদের সব হেয়ার কাটে মানায় না। বিশেষ করে বব কাট, শর্ট বব কিংবা ব্লান্ট কাটে মুখ আরও বেশি গোলাকার দেখায় ও মোটা লাগে। গোলাকৃতি মুখের জন্য দরকার এমন কাট যা মুখের আকৃতি একটু লম্বাটে করে। আর এর জন্য সাধারণ লেয়ার কাট ও ফ্লাফি ব্যাঙস কাট খুব বেশি ভালো মানাবে। এতে মুখের দুই পাশের অংশ কম ফোলা লাগে দেখতে। লম্বাটে মুখের জন্য লম্বাটে মুখ তুলনামূলক ভাবে একটু শুকনো দেখায়। সেজন্য হেয়ার কাটটি এমন হতে হয় যাতে করে মুখ কিছুটা ভারী লাগে। লম্বাটে মুখের জন্য খুব বেশি লম্বা চুল ও পাতলা স্ট্রেইট ধরণের হেয়ার কাট একদমই ভালো লাগে না। লম্বাটে মুখের জন্য কাঁধ পর্যন্ত চুলে ভলিউম লেয়ার, ফ্লাফি ব্যাঙস অথবা শর্ট কাট অনেক বেশি ভালো লাগবে। এতে মুখ একটু কম লম্বা দেখাবে। হার্ট আকৃতির মুখের জন্য হার্ট আকৃতির মুখ অনেক গ্ল্যামারাস হয়। ফ্যাশন দুনিয়ায় হার্ট আকৃতি মুখের নারীদেরকেই দাপিয়ে বেড়াতে দেখা যায়। আপনার সামান্য একটু খেয়াল করে চুল কাটা আপনার মুখের গ্ল্যামার বাড়াবে। পিক্সি কাট, কাঁধ পর্যন্ত চুলে লেয়ার কাট ও কান পর্যন্ত বব কাট চুলে বেশ মানায় হার্ট আকৃতির মুখের মেয়েদের। হার্ট আকৃতির জন্য মুখের দুপাশে চুল থাকে এমন কাট নির্বাচন করুন। কারন এতে করে মুখের চওড়া হাড় ঢেকে যাবে। দেখতে ভালো লাগবে। চারকোণা মুখের জন্য চারকোণা আকৃতির মুখের জন্য প্রায় সব ধরণের হেয়ার কাট দেয়া যায়। তবে অবশ্যই ছোট করে কাটা নয়। শর্ট যে কোন ধরণের কাটে চারকোণা মুখ আরও বেশি চওড়া দেখায়। লেয়ার কাট দিতে পারেন। তবে তা অবশ্যই লং লেয়ার হতে হবে। এতে মুখের দুপাশের চওড়া ভাব অনেকটা কমে আসবে। ব্লান্ট কাট এবং ব্যাঙস লেয়ার বেশ ভালো মানায় চারকোণা আকৃতির মুখে। ডায়মন্ড আকৃতি মুখের জন্য ডায়মন্ড আকৃতির মুখের জন্য হেয়ার কাট নির্বাচন বেশ কঠিন। কারন এই আকৃতির মুখের জন্য খুব লম্বা ধরণের আবার খুব শর্ট ধরণের হেয়ার কাট একদমই মানায় না। আবার ভলিউম কিছু করলে মাথার ওপরটা বেশি চওড়া লাগে। একটু বুদ্ধি করে মাঝারি ধরণের কোন কাট নির্বাচন করাই ভালো। কাঁধ পর্যন্ত চুলে সাধারন ব্যাঙস কাট দেয়াই ভালো। ফ্লাট লেয়ার দিতে পারেন তবে তা অবশ্যই লং হতে হবে। হুইস্পি ব্যাঙস ও ব্লান্ট কাটও বেশ মানাবে ডায়মন্ড আকৃতির মুখে। -fb

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ