শেয়ার করুন বন্ধুর সাথে
Call

না তারা জানতে পারে না 

কবরের
বিধিবিধান হচ্ছে, কবরবাসী কিছুই
জানতে পারে না। বাজরাখি
জিন্দেগির (দুনিয়া ও আখিরাতের
মধ্যবর্তী জীবন) সঙ্গে মূলত দুনিয়ার
জীবনের পার্থক্য হচ্ছে এখানেই যে,
দুনিয়ার জীবন থেকে কেউ যখন
বাজরাখি জিন্দেগিতে চলে যাবে,
তখন বাজরাখি জিন্দেগি থেকে
তিনি দুনিয়ার কোনো খবর কোনো
কিছুই দিতেও পারবেন না, নিতেও
পারবেন না। তাই আজ পর্যন্ত কোনো
কবরবাসী কোনো খবর দিতে
পারেননি। আর কোনো কবরস্থ ব্যক্তির
কাছে কোনো খবরও পৌঁছাতে
পারেনি। তাদের জন্য শুধুমাত্র আমরা
যেটা করতে পারি সেটা হচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
দোয়া করতে পারি।
বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যাঁ জানতে পারে, এবং মৃত ব্যক্তিরা তাদের পরিবারের দিকে তাকিয়ে থাকে কখন তার উত্তরসুরীরা তার জন্য দোয়া করবে। করবে যে আমল যায় তার মধ্যে এটা একটা যে তার নেক সন্তান তার জন্য দোয়া করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ