Call

কবরের আজাবের কথা কোরআনুল কারিমে ইঙ্গিতে বলা হলেও হাদিসে এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে। কবরের আজাবের ব্যাপারে কোরানের দলিল
কোরআনে বর্ণিত হয়েছে, ‘অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন আর ফির‘আউনের অনুসারীদের ঘিরে ফেলল কঠিন আজাব। তাদেরকে সকাল-সন্ধ্যায় আগুনের সামনে উপিস্থত করা হয়’ – (সূরা গাফের , ৪৫)।
আল্লাহ তাআলা এ আয়াতে ফেরআউনকে দু’প্রকার আজাবের হুঁশিয়ারি দিয়েছেন।
প্রথমত, সকাল-সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়, ইরশাদ হয়েছে, ‘তাদেরকে সকাল-সন্ধ্যায় আগুনের সামনে উপিস্থত করা হয়’-এ আয়াতাংশটি যার প্রতি ইঙ্গিত করছে।
মৃত্যুর পরের আজাবের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন , ‘আর যদি তুমি দেখতে, যখন জালিমরা মৃত্যু কষ্টে থাকে, এমতাবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছে (তারা বলে), ‘তোমাদের জান বের কর। আজ তোমাদেরকে প্রতিদান দেয়া হবে লাঞ্ছনার আজাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে’ (সূরা আল আনআম , ৯৩)।
অপর আয়াতে বলেন, ‘অতঃপর তাদের অবস্থা কেমন হবে, যখন ফেরেশতারা তাদের মুখমন্ডল ও পৃষ্ঠদেশসমূহে আঘাত করতে করতে তাদের জীবনাবসান ঘটাবে?’ (সূরা মুহাম্মাদ , ২৭)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ