Call

এক্ষেত্রে নেই বলা যায় তবে একেবারে সঠিক করে বলা যাবে না। কারন, মাসিকের ১৮ তম দিন-মাসিকের দিন এবং পরের সাত দিন পর্যন্ত নিরাপদ সময়। এসময় জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি ছাড়া সহবাস করলেও গর্ভধারনের সম্ভাবনা থাকে না বললেই চলে। সুত্রঃ http://www.bd24live.com/bangla/mobile/article/12956/index.html

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাইয়া। আপনার উত্তর টা সম্পূর্ণ বুঝিনি। যতটুকু বলেছেন সেই আঙিকেই বলছি। আপনি বিয়ে করার পর ২৬ তম দিনেই শুধু জন্মনিয়ন্ত্রন পদ্ধতি ব্যবহার করেননি? নাকি। নাকি মাসিকের দিন গুনে বলেছেন। মাসিকের ব্যাপার হলে অষ্টাদশ দিনের পরে ছয় থেকে সাত দিন নিরাপদ। কিন্তু আপনার ২৬ তম দিন মোটেই ফেলে দেবার নয়। সম্ভাবনা বিদ্যমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ