একটা মেয়েকে প্রপোজ করার যেসকল পদ্ধতি আছে তার অন্যতম এই পদ্ধতিটা । কেননা, যেহেতু মেয়েটি আপনার ও ফ্রেন্ড আবার ঐ মেয়েটিরও ফ্রেন্ড তাহলে সেই পারবে আপনার সর্ম্পকে বিস্তারিত বলতে ঐ মেয়েটিকে আবার ঐ মেয়েটির সর্ম্পকে আপনাকে। আমি বরাবরই এই ধরনের প্রশ্নে এই পদ্ধতিটার কথা বলে থাকি। কারন এই পদ্ধতিতে সাক্সেস হওয়ার সম্ভবনাই বেশী থাকে। বার্তা বাহক যেহেতু আপনার বন্ধু সেহেতু আপনার সর্ম্পকে খারাপ কিছু বলার কোন সম্ভাবনা থাকেনা। হ্যাঁ আপনি এই ভাবে প্রপ্রোজ করতে পারেন। বিঃ দ্রঃ তবে এই প্রপোজে একটা সমস্যা থাকতে পারে সেটা হলো, প্রায় ৬০% ছেলে অথবা মেয়ে প্রেম সর্ম্পকে জড়িয়ে পড়ে তার সবচেয়ে কাছের বন্ধুটির সাথে। আপনার ক্ষেত্রেও যদি সেটা হয় তাহলে কিন্তু সমস্যা ।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হা আপনি করতে পারেন।।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার মনে হয় নিজে করলে ভালো হয়,কারো মাধ্যমে প্রোপজ করলে নানা ধরনের প্রব্লেম হতে পারে,আর মেয়েটিও আপনাকে ভুল বুঝতে পারে,আপনার সাহসিকততা নিয়ে প্রশ্ন উঠিতে পারে,যদিও বর্তমান এ এই পদ্ধতিতে বেশি প্রপোজ হয়,তারপরও আমি বলব,নিজের কথা নিজে সুন্দরভাবে গুছিয়ে বলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
X-Rakibul

Call

বর্তমানের মেয়েরা অন্যকে দ্বারা প্রপোজ করলে সেটা লাইক করে না.সব চেয়ে ভালো হবে যদি মেয়ে টি কে  আপনি নিজে প্রপোজ করেন.অন্যকে দ্বারা প্রপোজ করলে পরবর্তিতে অনেকধরনের সমসা হতে পারে.যদিও বর্তমান এ এই পদ্ধতিতে বেশি প্রপোজ হয়,তারপরও আমি বলব,নিজের কথা নিজে সুন্দরভাবে গুছিয়ে বলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
adiladi

Call

আমি মনে করি নিজের ভালবাসার কথা নিজে বলা ভাল। কারন মেয়েরা সাহসি ছেলেদের পছন্দ করে।তারপরও যদি বলতে না পারেন তাহলে আপনার বন্ধুর সাহায্য নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তেমন খারাপ হবে না। তবে নিজে প্রোপোজ করাটাই উত্তম এতে আপনা সাহসিকতা ফুটে উঠবে।আর আপনি তো জানেনই মেয়েদের ভালোলাগার মধ্যে এটাও একটা অন্যতম দিক।তাই আমার মনে আপনি নিজেই প্রোপোজ করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ntareq

Call

না করলে কেন সমস্যা? করতেই হবে এমন কেন কথা আডে?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ