শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমাদের সবার গায়ের রঙ একরকম নয়। কেউ ফর্সা, কেউ কালো, কেউ তামাটে কিংবা শ্যামলা রঙের । আমাদের ত্বকের দুটি স্তর আছে। এগুলোয় বিশেষ ধরনের কোষ আছে, তাদের বলে মেলানোসাইট। মেলানোসাইটগুলোর মধ্যে রঙ্গক কণা মেলোনিন। গাঢ় রঙের এ কণাগুলোই ত্বকের কালো রঙের জন্য দায়ী। যাদের ত্বকে মেলোনিনের পরিমাণ খুব বেশি তাদের গায়ের রঙ কালো। ত্বকে মেলোনিন কম থাকলে গায়ের রঙ ফর্সা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ