শেয়ার করুন বন্ধুর সাথে

স্নেহ জাতীয় খাদ্যর অভাবে চর্ম রোগ হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভিটামিন এ™এর অভাবে আমাদের শরীরের চামড়া অনেকটা ব্যঙ্গের চামড়ার মতো হয়ে যায় । চামড়াটা হয়ে পড়ে শুকনো, খসখসে এবং চামড়ার চুলের গোড়ায় সাধারণত ছোট ছোট গোটা হয়ে যায় । এটাকে আমরা মেডিক্যাল ভাষায় বলি সাইনো ডার্মা । ভিটামিন ডি সাধারণত মানুষের ত্বক বা চামড়াতেই তৈরি হয় , সূর্যের আলোর সাহায্যে । ভিটামিন ডি র অভাবে সাধারণত কোন চর্ম রোগের লক্ষণ প্রকাশ পায় না । শুধুমাত্র কিছু ক্ষেত্রে চুল পড়ে যেতে পারে । কেননা এর প্রধান কাজ হলো মানুষের দেহের হাড়ে। ভিটামিন 'কে' মানব দেহের ভিতরে অন্ত্রের মধ্যে তৈরি হয় এবং এর অভাবে রক্তের ক্ষমতা কমে যায় । ফলে ভিটামিন 'কে' র অভাবে মানবদেহে রক্ত ঝরার মত রোগ দেখা দেয় । অর্থাৎ চামড়ার নিচে রক্ত জমাট বাঁধার মতো লক্ষণ প্রকাশ পেতে পারে । এছাড়া পানিতে দ্রবীভূত ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন বি এবং থায়ামিন । এসবের অভাবে হয় বেরিবেরি । এরপর রয়েছে ভিটামিন ই২ এর অভাবে সাধারণত বিভিন্ন ধরনের ঘা দেখা দেয় এবং দেহের ত্বক বা চমড়া কালো হয়ে যায় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ