কেবলমাত্র "ইসলাম ও নৈতিকা" শিক্ষার মাধ্যমে তাদের এ পথ থেকে ফিরিয়ে আনা যেতে পারে। আমাদের দেশীয় চ্যানেলে বেশি বেশি ইসলামী অনুষ্ঠান প্রচার করার মধ্যমে তাদের এ কাজ থেকে বিরত রাখা যেতে পারে।
১৩ তারিখে মাসিক শুরু হয়ে যদি ২৬ তারিখের আগেই শেষ হয়ে যায় তাহলে প্রেগনেন্ট হবে। আর যদি থাকে তাহলে হওয়ার সম্ভাবনা নেই। আর ১০০% নিশ্চিত হওয়ার জন্য প্রেগনেন্সী টেষ্ট করতে পারেন। এখন ঘরে বসেই করা যায়। আর প্রেগনেন্ট হয়ে গেলে আই পিল খেতে পারেন।
ভুত বলতে কিছু নেই। তবে জ্বীন জাতী আছে। যারা এই পৃথীবির বুকেই বিচরন করছে তাদের জীবন চালাচ্ছে। এ সম্পর্কে আল কোরআনে সুরা জ্বীন নাজিল করা হয়েছে। এই সুরা আর্থ সহ পড়লে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন।
জিপিতে ১জিবি ইন্টারনেট গিফ্ট করতে আপনার খরচ হবে ৩২৫.৭৪ টাকা। এবং ১৫০ এমবি গিফ্ট করতে খরচ হবে ১১৭.২৭ টাকা। গ্রামিনফোন ফ্লেক্সিপ্লানের মাধ্যমে আপনি এ ইন্টারনেট গিফ্ট করতে পারবেন।
গাইনোকসিড নামের ট্যাবলেট খেতে পারেন। দুটি পরপর দুইদিন খেতে হবে।