শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

1.দুম্বা, ছাগল, ভেড়া শুধু এক ব্যক্তির জন্যে হতে পারবে। একাধিক ব্যক্তি তাতে অংশীদার হতে পারবে না। 2. গরু, মহিষ ও উটের মধ্যে সাতজন অংশীদার হতে পারে, তার বেশী নয়। তবে তার জন্য দুটি শর্তঃ প্রথম শর্ত এই যে, প্রত্যেক অংশীদারের নিয়ত কুরবানী অথবা আকিকার হতে হবে। শুধু গোশত খাওয়ার নিয়ত যেন না হয়। দ্বিতীয় শর্ত এই যে, প্রত্যেকের অংশ ঠিক এক সপ্তমাংশ হবে। তার কম কেউ অংশীদার হতে পারে না। এদুটো শর্তের মধ্যে কোনো একটি পূরণ না হলে কুরবানী ঠিক হবে না। 3. উট ও গরু-মহিষে সাতজনেরও কম অংশীদার হতে পারে, যেমন দুই, চার অথবা তার কম বেশী অংশ কেউ নিতে পারে। কিন্তু এখানেও এ শর্ত জরুরী যে, কোনো অংশীদার সাত ভাগের এক ভাগ এর কম অংশীদার হতে পারবে না। নতুবা কারো কুরবানী ঠিক হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


1.দুম্বা, ছাগল, ভেড়া
শুধু এক ব্যক্তির
জন্যে হতে পারবে।
একাধিক ব্যক্তি
তাতে অংশীদার হতে
পারবে না।
2. গরু, মহিষ ও উটের
মধ্যে সাতজন
অংশীদার হতে পারে,
তার বেশী নয়। তবে
তার জন্য দুটি শর্তঃ
প্রথম শর্ত এই যে,
প্রত্যেক
অংশীদারের
নিয়ত
কুরবানী অথবা
আকিকার হতে হবে।
শুধু গোশত খাওয়ার
নিয়ত যেন না হয়।
দ্বিতীয় শর্ত এই যে,
প্রত্যেকের অংশ
ঠিক এক সপ্তমাংশ
হবে। তার কম কেউ
অংশীদার হতে পারে
না। এদুটো শর্তের মধ্যে কোনো একটি পূরণ না হলে কুরবানী ঠিক
হবে না।
3. উট ও গরু-মহিষে
সাতজনেরও কম
অংশীদার হতে পারে,
যেমন দুই, চার অথবা
তার কম বেশী অংশ
কেউ নিতে পারে।
কিন্তু এখানেও এ
শর্ত জরুরী যে,
কোনো অংশীদার সাত
ভাগের এক ভাগ এর
কম অংশীদার হতে
পারবে না। নতুবা
কারো কুরবানী ঠিক
হবে না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ