Call

এমনটা সবারই হয়।মানিয়ে নিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
দার্শনিক বলেছেন, 'শিক্ষার শেকর তেতো হলেও এর ফল মিষ্টি'  কাজেই পড়াশুনা করতে কারোরই ভাল লাগে না | তারপরও আমরা পড়াশুনা করি, করতে হয় | আর গ্রামে যারা বাবা মায়ের সাথে ছোটবেলা থেকে বড় হয় তারা শহরে নিজেকে মানিয়ে নিতে পারে না সহজে | আপনার ক্ষেত্রেও তাই হয়েছে বলে শহরে যেতে মন চায় না | কিন্তু পড়াশুনার খাতিরে নিজেকে প্রতিষ্ঠিত করতে আপনাকে যেতেই হবে ঢাকা | 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
এমনই হয় সাধারনত। কিন্তু কি আর করা যাবে, যদি আপনি শহরে পড়াশোনা করেন, তাহলে জীবনে সফলতা নিয়ে আসার জন্য একটু ত্যাগ স্বীকার করতেই হবে এবং শহরেই থাকতে হবে। মনকে বুঝান যে, আপনাকে একজন মানুষের মতো মানুষ হতে হবে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যতদিন বাড়িতে থাকবেন ততদিন সব কিছুই উপভোগ করবেন। কোন অংশে কমতি দিবেননা। পড়ালেখার বিষয়গুলো একেবারেই তখন মাথায় আনবেন না। গুছিয়ে চলবেন। টেনশন করা যাবেনা। কষ্ট লাগবেই। যখনি বাড়ি থেকে শহরের পথ ধরবেন একটা পণ করে রাখবেন যে , যে কাজ করার জন্য বের হচ্ছি তা সফল হয়ে তবেই আমার সার্থকতা। তবেই বাড়ি ফিরবো আবার এনজয় করবো সব কিছু্। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ