MHRRidoy

Call

/IP Address বিস্তারিত :- Internet Assigned Number Authority (IANA)এরা হচ্ছে IP Address এর আরোতদাতা। এরা IP Address সমূহকে দুটি প্রধান গ্রুপে বিভক্ত করেছে। (১)পাবলিক IP (২)প্রাইভেট IP । Internet ও প্রাইভেট network এ IP Address এসাইন করার দায়িত্বে আছে এই(IANA) /এদের পার্থক্য:- পাবলিক IP:-যে সমস্ত IP Address Internet এ ব্যাবহার করা হয় তাদেরকে পাবলিক IP বলে। একে রিয়েল IP ও বলা হয়। Internet এ ব্যাবহারের জন্য(IANA)বিভিন্ন প্রতিষ্ঠানকে একগুচ্ছ করে IP Address দিয়ে থাকে। Internet এ যত সার্ভার ID রয়েছে ও ISP তাদের বিভিন্ন সার্ভারেও এই পাবলিক IP বা রিয়েল ID ব্যাবহার করে থাকে। প্রাইভেট IP:-Internet এ কখনই ব্যাবহার করা হয়না এমন কিছু IP Address(IANA)রিজার্ভ করে রেখেছে। Internet এ কোন Host কে এই IP Address দেওয়া হয়না। তাই এগুলো প্রাইভেট Network এ ব্যাবহার করা চলে। প্রধান পার্থক্য হলো পাবলিক আইপি ইন্টারনেটে ব্যবহার হয় অন্যদিকে প্রাইভেট আইপি ইন্টারনেটে ব্যবহার হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ