avir

Call

আপনার যে সমস্যা হয়েছে তা কিন্তুু ছোট্ট সমস্যা নয় এর দ্বারা পাইলস রোগে আক্রন্ত হওয়ার সম্ভবনা থাকে আপনার এইরকম হওয়ার কারণ হচ্ছে পানি কম পান করা, কম শাক সবজ কম খাওয়া বেশি চর্বিযুক্ত খাবার খাওয়া এবং সময়মত মলত্যাগ না করা উপরের উল্লেখিত জীবনযাপনের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা যায় এবং মলত্যাগের সময় অতিরিক্ত প্রেসার দিতে হয় ফলে মলদ্বারের চারিদিকে রক্তনালী ও মাংসপি- ফুলে গিয়ে পাইলস সৃষ্টি করে। ভয় পাবেন না নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুণ বেশী পানি পান করুণ, শাকসবজি ফলমূল খান বাথরুম ধরলে দেরী করবেন না, আপনি এখন S +K+F নামে একটি গ্লিচারিন ব্যবহার করতে পারেন এই গ্লিসারিন পায়ুপথে দিলে মল নরম হয়ে যায় দেওয়ার কিছু সময়ে শুয়ে থাকতে হয়, তারপর বাথরুমের বেগ ধরলে সেরে নিবেন পরামর্শ হচ্ছে : ওষুধ ব্যবহার করে সব সময়ে কষ্ট পাওয়ার চাইতে উপরিউক্ত নিয়মে মেনে চলুন শরীর ঠিক রাখুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Minka

Call

আপনি প্রতিদিন রাতে দুই চামুচ মিল্ক অফ ম্যাগনেসিয়া খাবেন | বাজারে যেকোন ঔষধের দোকানে খুজলেই পাবেন | খুব বেশি সমস্যা হলে মোবি ল্যাক পাউডার এক চামুচ একগ্লাস পানিতে গুলিয়ে খাবেন | কিছুক্ষনের মধ্যেই পায়খানা হবে | পায়খানায় বসে চাপ দিয়ে দিয়ে মল বের করার চেষ্টা করবেন না | এতে মলদ্বার ফেটে যেতে পারে |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ