আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে B-Pharm করছি। এখন ৪র্থ সেমিস্টারে । যদিও আমি ssc ও hsc তে গোল্ডেন @+ প্রাপ্ত, সরকারী প্রাইমারী ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত আর সব শ্রেণীতেই সব সময়ই প্লেস এ ছিলাম, কিন্তু ভর্তি পরীক্ষাকালীন কিছু দুর্ঘটনার কারণে আমি পাবলিকে নাম লেখাতে পারলাম না... ২য় বার পরীক্ষা দেয়ার সুযোগও কোন কারণে হয়নি। এখন প্রাইভেট এ পড়ার কারণে আসলেই এই ক্যারিয়ার কতটা মূল্যায়িত হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
makahjad

Call

ভাই একটু ভিন্নতা আছে।  এক্ষেত্রে সরকার আগে সরকারী ইনিঃ ছাত্রদের অগ্রাধিকারদেয়।পরে অনন্য। আপনিত একজন মেরিট পার্সন ভাগ্য হয়ত ভাল হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ