Call

ফার্মেসী বিভাগে পড়তে হলে সরকারী অনুমোদন দেয়া অনেক নামী প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। তার জন্য এশিয়া প্যাসিফিক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, ব্রাক, নর্থসাউথ. ইস্ট ওয়েস্ট ইত্যাদি রয়েছে। শুধু এই নাম গুলো বলার কারণ একমাত্র আমার মতে এদের পরিপুর্ণ ভাল ল্যাব সার্ভিসিং রয়েছে। রয়েছে ক্রেডিট ট্রান্সফার সিস্টেম এবং সরকারী শিক্ষক নিয়োগের সুবিধা। ড্যফোডিল ও ইস্ট ওয়েস্ট ও এশিয়া প্যাসিফিকে পড়লে সাড়ে ছয় বা সাত লক্ষ বা তার চেয়ে একটু বেশি খরচ পড়বে। ব্রাক প্রায় দশ লক্ষ তবে এতে হিডেন খরচ রয়েছে অনেক কিছুতে। যা ভর্তি পরবর্তীতে বুঝা যাবে। ব্রাক ভাল তবে নর্থসাউথ ও ইস্ট ওয়েস্ট কম এগিয়ে যাচ্ছেনা। নর্থ সাউথে প্রায় দশ লক্ষ খরচ পড়বে। ব্রাক, এশিয়া প্যাসিফিক এবং নর্থসাউথে জব সুবিধা কিংবা ইন্টার্ণশীপ সুবিধা বেশি। আশা করি কিছুটা তথ্য দিতে পেরেছি। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ