AlNahiyan

Call

মাযহাবের মধ্যে অনেক সমস্যা আছে.যে লোক যেই মাযহাব পালন করে তারা অন্য মাযহাবকে ঘৃণা করে. মহানবী (সাঃ) একবার বলেছিলেন,"বনী-ইসরাইলিদের মধ্যে ৭২ টা দল ছিলো,আর আমার উম্মতের মধ্যে ৭৩ টা দল থাকবে,যার মধ্যে একটা জান্নাতি আর বাকিগুলা জাহান্নামি." হতে পারে এই মাযহাব গুলো এই জাহান্নামি দলগুলোর অন্তর্ভুক্ত.কারণ আল্লাহ কোরআনে বলেছেন,"আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না." কিন্তু এই মাযহাব মানার ফলে মুসলমানরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ছে. তাই আপনি অনুসরণ করবেন শুধুমাত্র কোরআন ও সহীহ্ হাদিসে দেখানো পথ. সূরা ফাতিহায় বলা আছে,"আমাদের সরল পথ প্রদর্শন করুন" অর্থাৎ আমাদের পালন করতে হবে যেটা সরল পথ.যারাই এই সম্পর্কে বাড়াবাড়ি করবে তারাই জাহান্নামের দিকে ধাবিত হবে. কোরআন ও হাদিস অনুসরণ করুন.আর হাদিসের মধ্যেও অনেক জাল হাদিস আছে.তবে সহীহ্ বুখারি এবং সহীহ্ মুসলিম শরীফে কোনো জাল হাদিস নেই.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ