স্পিড অথবা টাইগার কোমল পানিয় পান করে অজু করার পর নামায পড়িতে গেলে কি নামায হবে?আসলে ইফতার এর পর এনার্জি লেজ হয়ে যায়। এজন্য এটি পান করে শক্তি বাড়ানো র জন্য পান করব। যাতে নামাযে অসুবিধা না হয়
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

টাইগার ও ষ্পিড এ্যালকোহল জাতীয় পানীয়, সরাসরি এ্যালকোহল পান নিষিদ্ধ (মায়েদাহ ৯০) । কিন্তু তা যদি পরিশুদ্ধ করে ঔষধ বানানো হয় ও মাদকতা না আসে এবং ছালাত ও যিকর হতে বিরত না রাখে, তবে তা জায়েয হবে (ফাতাওয়া উছায়মীন ১১তম খন্ড, পৃঃ,সুতরাং, আপনি এগুলো পান করে অজু করে নামাজ পড়লে নামাজ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ