shahidrand1

Call

প্রায় ৪০ জন সাহাবী থেকে বর্নিত ৫৫চি সহীহ হাদীসের মাধ্যমে "রাফউল ইয়াদেনের" কথা এসেছে। শুধুমাত্র আবদুল্লাহ ইবনে মাসুদ(রাঃ) থেকে একটা হাদীসে বলা হয়েছে, রাসুল(সঃ) রাফউল ইয়াদেন কখনও করেছেন কখনও করেননি। এই কারনে বাংলাদেশে এটার প্রচলন করেননি। আবার এটার পরিবেশও সৃষ্টি হয়নি। মসজিদে যদি আপনার পরিচিতি না থাকে, তাহলে আপনাকে হয়তো প্রশ্নের সম্মুখীন হতে হবে। ধর্মীয় দিক থেকে আপনাকে কেউ বাধা দিতে পারে না। আপনাকে বাধা দিবার অর্থ হচ্ছে সুন্নাহ পালনে বাধা দেয়া। যে বাধা দিচ্ছে, সে অবশ্যই বড় ধরনের গুনাহতে পড়বে। আর আল্লাহর সামনে সে কি জবাব দিবে ? ধর্ম পালন করার প্রকৃত পক্ষে, যে গনতান্ত্রিক পরিবেশ দরকার,সেটা আসলে পাশ্চাত্য দেশে আছে। কারন তাদের গনতান্ত্রিক ভিত্তি অনেক শক্তিশালী । ভবিষ্যতে হযরত ঈশা(আঃ) আসলে মুসলিমদের নেতৃত্ব এই পাশ্চাত্য দেশগুলোই দিবে। কারন বাংলাদেশসহ অনুন্নত মুসলিম দেশগুলো কাঠামো এই সময়ের মধ্যে পাশ্চাত্য পিছনে ফেলে, এত দ্রুত সেই পর্যায়ে পৌছতে পারবে বলে মনে হয়না। অবশ্য এটা আমার চিন্তা। "রাফউল ইয়াদেন" সম্পর্কে সর্বোচ্চ জানার জন্য ইমাম বুখারীর(রহ) "জুজউল রাফউল ইয়াদেন" পড়ুন বাংলায় । ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ