ধন্যবাদ গুরুত্বপূর্ন একটি প্রসঙ্গ তুলে ধরেছেন। আসলে আমরা (মানুষ) পরকালের কথা চিন্তা করিনা। দুনিয়ার মোহে পড়ে গেছি। আমরা ভুলে গেছি, এটা আমাদের স্থায়ী নয়। নবম-দশম শ্রেনীর বাংলা বইতে পড়েছিলাম, আমরা নগদ লাভের পিছু হাটছি। অর্থাত্‍, আমরা চাই এখানে যা করি তার ফলটা এখানেই পেতে। দুনিয়ায় একটা ভালো কাজ করলে তার ফল পাবো আখিরাতে। এই এটাই ঠিক আমরা মেনে নিতে পারিনা। কিন্তু আমাদের বুঝতে হবে, এই দুনিয়া মাত্র কয়েকদিনের জন্য। চিরস্থায়ী তো পরকাল। এখন দুনিয়ার কোন ব্যাক্তি বা কাজকে যে ভয় পাই, কিন্তু এরকম ভয় আখিরাত কে করিনা। আমরা মৃত্যুর কথা একবারও স্ময়ন করিনা। আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে করিনা অথচ আমরা একটু চেষ্টা করলেই জাহান্নাম থেকে বাঁচতে পারবো মৃত্যু থেকে না। তাই আমাদের উচিত, সবসময় মৃত্যু, আখিরাত, জাহান্নামকে ভয় করা এবং আল্লাহ-রাসূলের দেখানো পথে চলা।

Talk Doctor Online in Bissoy App