অল্প পরিশ্রমেই আমি ঘেমে যাই,বিশেষ করে আমার নাক বেশি ঘামে ফলে আমার নাকে তিলে ভর্তি এটা কি ঘামার কারনে নাকি অন্য কারনে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

নাক ঘামানো থেকে রেহাই পেতে ভোরে ঘুম থেকে উঠে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ভালো করে মুছে নিন। এবার নাকে ১০-২০% অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমৃদ্ধ এন্টিপারস্পিরান্ট মেসেজ করুন। এতে কাজ না হলে সার্টিফাইড হাসপাতালের কোনো ডার্মাটোলজিস্ট এর সাথে যোগাযোগ করুন। ঘামের সাথে তিলের কোনো সম্পর্ক নেই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আর অয়েল ক্রিম পরিহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ