Call

আপনি ভালো ধরনের তেল ব্যবহার করুন ।যেমন:-প্যারাসুট, কুমারিকা,বেলী ফুল তেল ইত্যাদি।ইনশাল্লাহ আপনার চুল আবার ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আপনি ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন। মাথায় নিয়মিতভাবে এলোভেরা জেল এবং Emami 7 Oil তেলটি নিয়মিতভাবে চুলে ব্যবহার করুন ফলাফল ১ সপ্তাহের মধ্যেই বুঝতে পারবেন। চুলে আজেবাজে শ্যাম্পু ব্যবহার করবেন না । চুলে বিভিন্য রকমের সাবান ব্যবহার করবেন না। মাথার চুল পরিস্কার করতে Dove শ্যম্পুই বেস্ট হবে।

ধন্যবাদ ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ


  • চুল ঘন করার ঘরোয়া উপায়ঃ
  1. সপ্তাহে একদিন নিমপাতা বেটে চুলে লাগাবেন। তারপর ঘন্টাখানেক পর তা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে চুল ঘন, নরম ও কোমল হবে।
  2. রাতে ঘুমানোর সময় চুলে পেঁয়াজের রস মেখে ঘুমাবেন। সকালে ঘুম থেকে ওঠে তা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে নতুন চুল গজাবে ও চুল ঘন হবে।
  3. সপ্তাহে একদিন পেয়ারা পাতা বেটে চুলে লাগাবেন‌। ঘন্টাখানেক পর তা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে চুল ঘন হবে এবং স্থায়ী খুশকি দূর হবে।
  4. নিয়মিত আমলকি খান।
  5. গাজর, চিংড়ি, ডিম ও দুধ চুুুলের জন্য উপকারী খাবার। 
  6. কোনো শ‍্যাম্পু, জেল, ঔষধ কিংবা নিম্নমানের তেল ব‍্যবহার করার প্রয়োজন নেই।
  7. কালোজিরার তেল, জলপাইয়ের তেল, নারিকেল তেল বা আমলকির তেলের ব‍্যবহার চুলের জন‍্য অত‍্যন্ত উপকারী।
  8. প্রতিদিন গোসলের সময় চুলকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিবেন।
  9. চুলের প্রতি বিশেষভাবে যত্নবান হোন। আর চুলকে করে তুলুন ঘন ও লাবণ‍্যময়। ভালো থাকবেন। ধন‍্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ