Tenoloc 50 Mg তে কাজ হচ্ছেনা,  আমার বাবার । প্রেসার ১০০ বাই ১৬৫  বললো । তেঁতুল খাওয়াচ্ছি তাতেও কমছেনা ।   ঠিক মত ঘুমোতেও পারছেন না । তাই ঘুমের ঔষধ নিয়ে আসছি ২টি । ফার্মাসিস্ট অন্য কোন ঔষধ দিলো না ভয়ে । এখন কি রেজিষ্টার্ড চিকিৎসক দেখাতে হবে ?
Share with your friends
Call

ঘুমের ওষুধ খাওয়াবেন না।  এটা শরীরের জন্য ক্ষতিকর। আপনি আপনার বাবাকে এক জন মেডিসিন ডাক্তারের কাছে নিয়ে যান বা নিকটতম হাসপাতালে নিয়ে যান সেখানে যেয়ে ডাক্তারের পরামর্শ নিন। দেরি করবেন না দ্রুত এক জন মেডিসিন ডাক্তারের পরামর্শ নিন। 

Talk Doctor Online in Bissoy App
Rubidium

Call

আপনি আপনার বাবাকে চিকিৎসকের পরামর্শে লোসারটান পটাশিয়াম বা ভেরাপামিল হাইড্রোক্লোরাইড ওষুধ খাওয়ান।ঠিক হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App