Call

এ সম্পর্কে অনেক মতভেদ রয়েছে। এ সম্পর্কে ধারণা পেতে এই আর্টিকেলটি পড়তে পারেন- https://https-www-quraneralo-com.0.freebasics.com/christmas/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যতটুকু জানি বাইবেলের কোথাও লেখা নেই যে,যিশু তথা ইসলাম ধর্মের ঈসা (আ) ২৫ ডিসেম্বর জন্মেছেন। বরং তারা ধারণা করে এই দিনটি ঠিক করেছে। যেমন আমাদের নবীজি (সা) এর জন্মদিন সম্পর্কে কোরান হাদিসের কোথাও উল্লেখ নেই। তারপরেও কত ডাক ঢুল বাজিয়ে ১২ রবিউল আওয়ালকে নবীজি (সা) এর মিলাদুন্নবী উদযাপন করে। অতএব, বুঝতেই পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

খ্রিস্টধর্মের ব্যখ্যা অনুযায়ী যিশু এই তারিখের ৯ মাস আগে (২৫ মার্চ) মা মরিয়মের গর্ভে এসেছিলেন। মা মরিয়মের মতে তিনি ৯ মাস গর্ভে ছিলেন। সুতরাং ২৫ ডিসেম্বর বা এর আসেপাশেই যিশুর জন্মতারিখ।  ইসলামের শিয়া মতবাদ অনুসারে ইসা (আ.) ৭ জানুয়ারি তারিখে জন্মগ্রহন করে। ২৫ ডিসেম্বর আসলেই যিশুর জন্মতারিখ কিনা জানা যায়নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ