Jamiar

Call

আসলে বাচ্চা নরমালি হবে নাকি সিজার করতে হবে সেটা গর্ভবতী নারীর উপর নির্ভর করবে, নির্ভর করবে গর্ভবতী নারীর যৌনির উপর। বেশির ভাগ ক্ষেত্রে কোন নারীর প্রথম বাচ্চা নরমালি ডেলিভারি হতে পারে না যার কারনে সিজার করার প্রয়োজন পরে। আর গাইনি চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী যদি বাচ্চার অবস্থান ও গর্ভবতী মায়ের সব দিক ঠিক থাকে তাহলে নরমালি ডেলিভারি হওয়া সময় নির্ণয় করে দিবেন। এর পর সময় অতিক্রম করলে সিজারের প্রয়োজন পড়বে।  তাই শর্বদাই ভালো হবে আপনি একজন গাইনি চিকিৎসক এর পরামর্শ নিন। আর হ্যা গর্ভবতী নারীকে ভিটামিন সমৃদ্ধ খাবার ও পুষ্টিকর খাবার খেতে হবে।শরীরে ভিটামিন আয়রনের ক্যালসিয়াম এর অভাব  থাকলে চিকিৎসক এর পরামর্শে ঔষধ খেতে হবে। আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ