দোয়া হচ্ছে নামাজের প্রাণ । তাই দোয়া করলে ভালো হবে । না করলে সমস্যা হবে না । এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুই রাকাত সুন্নত নামাজের পর সালাম ফিরিয়েও মোনাজাত করতে পারেন, আবার মোনাজাত না ধরেই পুনরায় বাঁকী নামাজ পড়তে পারেন। কেননা, নামাজের পর মোনাজাত করা আবশ্যক নয়। ইসলাম ধর্মে নামাজের পর মোনাজাত করা সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। কোরআন, হাদিস, সাহাবা ও ইমামদের বক্তব্য কোথাও নামাজের পরের মোনাজাতকে আবশ্যিক করা হয়নি। আবার সুষ্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে একে নিষেধও করা হয়নি। সহীহ হাদীসে বর্ণিত যে, একদা সাহাবাগণ আল্লাহর রাসূল (সাঃ) কে কোন সময় দুআ অধিকরুপে কবুল হয় সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, গভীর রাতের শেষাংশে এবং সকল ফরজ নামাজের পশ্চাতে। (তিরমিযী, সুনানঃ ৩৪৯৯, নাসাঈ, সুনান আমালুল ইয়াউমি অল্লাইলাহঃ ১০৮, মিশকাতঃ ৯৬৮) সুতরাং এটাই হচ্ছে ফরজ নামাজের পর মুনাজাত করার প্রায় সহীহ ও সব চেয়ে বড় দলীল। তাই আপনার ইচ্ছা অনুযায়ী মোনাজাত করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ