হস্থমৈথুন সর্বঅবস্থায় খারাপ এবং সেটা মানসিক শারীরিক এবং ধর্মীয় দিক থেকে ।  কোন কোন মনোবিজ্ঞানী নাকি বলেন এটা মানসিক স্বস্থ্যের জন্য ভালো , কথাটা একেবারেই ধোঁকাবাজি ।এসব বলে পশ্চিমা কি লোকেরা । পশ্চিমাদের চাওয়াই তো হচ্ছে যুব সমাজ কে অশ্লীল পথে নেমে দিয়ে ধ্বংস করা । হস্থমৈথুন  প্রতি সপ্তাহে একবার করা হলে একটা অভ্যাসে পরিনিত হবে যা আপনাকে ভয়াবহ ক্ষতির দিকে নিয়ে যাবে । আপনি যদি নিয়মিত এভাবেই করতে থাকেন তাহলে আপনি প্রথমে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়বেন । বেশিদিন হলে আপনার মাথার ব্রেনের অংশ সেরেব্রাল কর্টেক্স শুকিয়ে যাবে তাতে করে আপনার স্বাধীন বুদ্ধিমত্তা , চিন্তাশক্তি ,গবেষনা মুলক ধারনা হ্রাস পেতে থাকবে। আরো বেশী দিন হলে মানসিক ভাবেই অসুস্থ হয়ে পড়বেন ।  এটাতো গেলো শারীরিক আর মানসিক সমস্যা, তার চেয়েও মারাত্মক হচ্ছে আজ যে যৌবনের তাড়নায় আপনি হস্থমৈথুন করছেন ,এই হস্থমৈথুন ই আপনার যৌবন কে তিলে তিলে শেষ করে দিবে । বিবাহিত জীবনে স্ত্রী সহবাস করতে পারবেন না, সহবাসে সময় কম পাবেন । আপনি স্বপ্নদোষের কথা বলেছেন, সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া । তবে সেটা বেশী হলে কিছুু ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, চিন্তাভাবনা সৎ করতে হবে । খুব বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে । আর হ্যাঁ , যদি যৌবন নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে বিয়ে করতে হবে , না পারলে রোযা রাখতে হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SiSoaibeAmi

Call

হস্তমৈথুন করলে হাসরের মাঠে হাত গর্ভবতী হবে(সূএঃ আল হাদিস)

সপ্তাহে একবার হস্তমৈথুন মানসিক স্বাস্থ্যের জন্য ভালো(মনোবিজ্ঞানীদের ভাষ্য)
মাসে ৭/৮ বার স্বপ্নদোষ হওয়া অস্বাভাবিক
স্বপ্নদোষ হওয়া পুরুষের জন্য ভালো
যৌন বিষয়ে দুশ্চিন্তা বাদ দিয়ে সকালে দেশি মুরগির সিদ্ধডিম(১ টা) ও রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ খান।
পর্যাপ্ত ঘুম,খেলাধুলা করুন ভরসা রাখুন আল্লাহর ওপর।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ