mohsinkk

Call

সিনকারা টা ভালো হবে। এতে সাইড ইফেক্ট নেই। আমি খেয়েছিলাম ৩ মাসে ৫ কেজি অজন বাড়ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

মোটা হওয়ার জন্য এবং শরীরের ক্যালসিয়ামের অভাব পূরনের জন্য  এসব ঔষধ কোন কাজে দিবে না আর এই ঔষধ গুলো মূলত রুচি বর্ধক ও ভিটামিন এর  ঔষধ  যা সেবনে রুচি আসে ও স্বাস্থ্য ভিটামিন এর অভাব পূরন হয়। তবে আপনি আমলকি প্লাস কখনোই খাবেন না এই ঔষধে খুবেই বেশি পার্শ্বপ্রতিক্রিয়া যা পরবর্তীতে লিভারে সমস্যা করে।  আপনি চিকিৎসক এর পরামর্শে সিনকারা ও দুপুরে একটা করে ১৫ দিন ক্যালবো ডি খেতে পারেন । তাহলে ভিটামিন ও ক্যালসিয়াম এর অভাব পূরন হবে ইনশাআল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ওষুধ খেয়ে মোটাা হতে গেলে নিজেই বিপদেে পড়বেন। আপনি নিয়মিত বেশি করে সুষম খাদ্য ও শাকসবজি খাবেন। পর্যাপ্ত পানি খাবেন। খাওয়ার দশ মিনিট পরে পানি খাবেন । পেটে কৃমির বা বদ হজমের সমস্যা থাকলে ডাক্তারকে বলুন। ওনারাই ওষুধ ঠিক করে দিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

লেবু, বাদাম,মটর,কমলা এগুলো খান বেশি বেশি ✔

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ