Jamiar

Call

না, যোনি পথকে  জরায়ু বলে না।

জরায়ু যোনির ভিতরে তলপেটে থাকে যেখানে বাচ্চা জন্ম নেয় সেই স্থান টি হলো জরায়ু। ফিলুপিউন টিউব থেকে ডিম্বাণু আশে এবং তা জরায়ুতে আশে এবং যোনি দাড়া সহবাসের মাধ্যমে শুক্রানু জরায়ুতে পৌছালে সেখানে ডিম্বর সাথে মিলত হয় ফলে সেখানে বাচ্চা জন্ম নেয়।

জরায়ু নিচে নেমে যায়।

হ্যা জরায়ু নিচে নেমে যায় আর এর বেশ কিছু কারন রয়েছে জরায়ু নিচে নেমে যেতে পারেন যা দীর্ঘদিন ধরে পেটে চাপ পড়ার মত রোগ যেমন – কাশি , কোষ্ঠকাঠিন্য , পেটে পানি জমে থাকলেও এমন হতে পারে। অতিরিক্ত ওজন থাকলে পেটের উপর চাপ পড়ে এবং স্বাভাবিক ভাবে পেটের মাংস পেশির উপর ও চাপ পরলে এমন হতে পারে। এছাড়াও ডেলিভারি ১ দিন আগে বা কয়েক ঘন্টা আগে জরায়ু নিচে নামতে পারে এবং ডেলিভারির ব্যথা শুরু হতে পারে।

আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ