চারদিন আগে রক্ত দিয়েছি, এখনো মাথা ঘুরাচ্ছে, চোখে টিপ টিপ করে, মাথার রগগুলো লাফা,  শরীর মৃদু কাপছে, ব্লাড প্রেসার একটু বেশি, গত পরশু ১৪০/৮০ ছিল, আজ কমেছে, মাথা ঘুরানোর জন্য পড়াশুনা করতে পারছিনা, আগামি ৭ তারিখে পরিক্ষা আছে, কি করতে পারি আমি? 
শেয়ার করুন বন্ধুর সাথে
Rubidium

Call

ব্লাড প্রেশার 120/80 হলো স্বাভাবিক।আপনার সিস্টোলিক প্রেশার বেশি।যার কারণে মাথা ঘুরাচ্ছে।শিরাগুলো লাফাচ্ছে।খারাপ লাগছে।আপনি সারাদিনে তের গ্লাসের মতো পানি খান।এছাড়া একটা ডিম,দুধ ও ডাবের পানি খান।এছাড়াও আপেল,পেয়ারা ও মাল্টা খান।এতে থাকা আয়রন রক্ত উৎপাদন বাড়াবে।তাছাড়া আপনি তেতুলের শরবত খান।প্রেশার কমিয়ে দেবে।বেশি শুয়ে থাকবেননা।মাথা ঘোরা আরও বাড়তে পারে এতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি নিচের ৫টি কাজ করতে পারেন: **একটু পানি পান করুন **কিছু খান **একটু আদাও খেতে পারেন **স্বাস্থ্যকর খাবার খান **একটু ঘুমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ