শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি যদি সাধারণ গোসল করেন। তাহলে উযূ না করার দ্বারা উক্ত যোহর সালাতের কোনরূপ সমস্য হবে না। তবে যদি উক্ত গোসলটি ফরয গোসল হয়ে থাকে আর আপনি কুলি ও নাকি পানি না দিয়ে থাকেন। তাহলে আপনাকে উক্ত গোসলের পর যত নামায আদায় করেছেন সবই পুন: আদায় করতে হবে। মনে রাখবেন আমরা সাধারণত যে গোসল করি এটাই উযূর জন্য যথেষ্ট। আলাদা উযূ করার প্রয়োজন হয় না। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ