নামাজ হবে তবে ফরজ নয় কাজা নামাজ। যদি ঘুমের কারনে আপনি ওয়াক্ত মতো না জাগতে পারেন তবে ভিন্ন কথা তবে ইচ্ছাকৃত অবহেলা করা নামাজ পরে পরলে ফরজ তরক করার কারনে আপনি গুনাহের ভাগী হবেন। স্বপ্নদোষ একটা স্বাভাবিক ব্যাপার এতে লজ্জা পাবার কিছুনাই আপনার উচিৎ গোসল করে নামাজ পড়ে নেয়া । তবে আপনার লজ্জা যদি অনেক বেশি বা আপনার পরিবার কি মনে করবে এটা ভেবে থাকেন যে আপনাকে নিয়ে চিন্তা বা খারাপ মন্তব্য করবে তবে আপনি মাঝে মাঝে কাজা নামাজ পরে নিতে পারেন তবে গুনাহ হবে নিশ্চিত এর জন্য আল্লাহর নিকট তওবা করে নিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গোসল করে নামাজ পড়াই অতি উত্তম।কিন্তু কোন কারণ বশত গোসল করতে না পরলে নাপাকি জায়গাটা ভালো ভাবে ধুয়ে নামাজ আদায় করা জায়েয।নামাজ হবে। ‘আমর ইবনু মাইমূন (রহঃ) বর্ণনা করেছেন তিনি বলেন, আমি সুলাইমান ইবনু ইয়াসারকে জিজ্ঞেস করলাম যে, বীর্য কোন লোকের কাপড়ে লেগে গেলে সে শুধু সে বীর্য ধুয়ে ফেলবে না কাপড়টাই ধুয়ে ফেলবে? তিনি বললেন, ‘আয়িশাহ্ (রা.) আমাকে জানিয়েছেন যে, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বীর্য ধুয়ে ফেলতেন তারপর সে কাপড়েই সালাতের জন্যে বেরিয়ে যেতেন আর আমি (পিছন থেকে) সে কাপড়ে ধোয়ার চিহ্ন দেখতে পেতাম। সহিহ মুসলিম, হাদিস নং ৫৫৯ হাদিসের মান: সহিহ হাদিস Source: ihadis.com  এতে বোঝা যায় যে,এমনবস্থায় নামাজ হবে।কারণ,এটি যেহেতু ইচ্ছাকৃত ভাবে নাপাক (হস্তমৈথুন,সহবাস)  হওয়া নয়।এটা অনিচ্ছাকৃত ভাবে হওয়া নাপাক। তাই ইনশাহ আল্লাহ, আপনার নামাজ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ