Call

তোমার বন্ধুকে ২০ থেকে ৯৯-এর মধ্যবর্তী যেকোনো একটি সংখ্যা মনে মনে ধরতে বলো। এরপর বলো, ‘যে সংখ্যাটি তুমি লিখেছ, সেটির অঙ্ক দুটি যোগ করো। (যেমন: ৩৩ হলে ৩+৩=৬)। বন্ধু অঙ্ক যোগ করার পর প্রাপ্ত সংখ্যাটিকে শুরুতে লেখা সংখ্যা থেকে বিয়োগ করতে বলো। এরপর বন্ধুকে বিয়োগফলে যেকোনো একটি অঙ্ক তোমাকে বলতে বলো। বন্ধু একটি অঙ্ক বললেই তুমি অন্যটি বলে দিতে পারবে। কীভাবে? কারণ, তোমার একটা কৌশল জানা আছে। কৌশলটি হলো, বন্ধু যে অঙ্কই বলবে, তুমি ৯ থেকে সেটি বিয়োগ করে নেবে। দেখবে ফলাফল মিলে গেছে। এসো, অঙ্কটি করে দেখি। ধরো, তোমার বন্ধু ধরেছে ৫৭ বন্ধু ৫ আর ৭ যোগ করে পাবে ৫+৭=১২। এবার সে ৫৭-১২ বিয়োগ করে পাবে = ৪৫। বন্ধুকে তুমি বিয়োগফলের একটি অঙ্ক বলতে বললে। ধরা যাক, সে বলল ৪। তুমি তখন ৯ থেকে বিয়োগ করে বলবে অন্য অঙ্কটি ৫। আবার বন্ধু যদি ৫ বলে, তখন তুমি ৯ থেকে ৫ বিয়োগ করে বলবে অন্য অঙ্কটি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার বন্ধুকে বলবেন  সে যেন মনে মনে যেকোনো একটি সংখ্যা ধরে। তারপর বলবেন সে যে সংখ্যাটি ধরেছে সে সংখ্যাটি ( অন্য কোথাও থেকে এনে) আবার যোগ করতে। তারপর আপনি একটি সংখ্যা দিবেন যা সে যোগ করবে। তারপর বলবেন সে যেন যোগফলকে 2 দ্বারা ভাগ করে এবং ভাগফলের সাথে (অন্য কোথাও থেকে আনা) সংখ্যাটি বিয়োগ করতে।  এখন আপনি বলতে পারবেন মনে মনে থাকা বর্তমানের সংখ্যাটি কত।  ধরুন আপনার বন্ধু মনে মনে 10 ধরল, অন্য কোথাও থেকে যোগ করল আরও 10 মোট (10+10)= 20  এখন আপনি দিলেন 20 মোট হলো (20+20)= 40  এখন 2 দ্বারা ভাগ করলে থাকে (40÷2)=20   অন্য কোথাও থেকে আনা সংখ্যাটি(10) বিয়োগ করলে হয় থাকে 10,  এখন আপনি সহজেই বলে দিতে পারেন, যে সংখ্যাটি রয়েছে সেটা 10,  কারন, আপনি তাকে যে সংখ্যাটিই দিবেন, শেষে সে সংখ্যাটির অর্ধেক আসবে।  এখানে আপনি 20 দিয়েছিলেন তাই শেষে 10 এসেছে। আপনি যদি 10 দিতেন তাহলে 5 আসতো।  বি.দ্রঃ  আপনি যতই যোগ করতে দিবেন, উত্তর তার অর্ধেক আসবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ