আমাদের গ্রামবাংলায় অনেক কুসংস্কার রয়েছে। যেমন- কাক ডাকাও না কি এক ধরনের বিপদ সংকেত। দিনের কোন সময় কাক কিভাবে ডাকলে বিপদ হতে পারে, তা-ও বলা আছে। শুধু বাংলাদেশে নয়; ভারতে ‘কাকচরিত্র’ নামে একটি বইও আছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত বলা আছে। আসুন জেনে নেই কিছু কারণ-

কখন কাক ডাকলে কী হয়• দিনের দ্বিপ্রহরে কাক অগ্নিকোণ থেকে ‘অয় অয়’ করে ডাকলে খুব দ্রুত শোক সংবাদ পেতে পারেন।• দিনের চতুর্থ প্রহরে নৈর্ঋত কোণ থেকে ‘মুর মুর’ শব্দে ডাকলে বাড়িতে চুরি বা আগুন লাগতে পারে।• দিনের সপ্তম প্রহরে বায়ু কোণে বসে কাক ‘আহে আহে’ শব্দ করলে রোগ বা মৃত্যু অনিবার্য।

• দিনের চতুর্দশ প্রহরে নৈর্ঋত কোণ থেকে কাক ‘কা কা’ শব্দ করলে শত্রু দ্বারা আক্রান্ত হবেন।• দিনের চতুর্বিংশতি প্রহরে কাক ‘ওয়া ওয়া’ করলে দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।• দিনের পঞ্চবিংশতি প্রহরে কাক নৈর্ঋত কোণ থেকে ‘খায়া খায়ে’ শব্দ করলে কাউকে সাপে কাটতে পারে।


এগুলো কুসংস্কার যা বিশ্বাস করা না করা আপনার ব্যাপার

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কাক ডাকলে ক্ষতি হয় তেমন কিছুই না। এগুলো কুসংস্কার ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সোজা উত্তর দিলাম এক কথায় এগুলা একদম কুসংষ্কার

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ