গত দুই দিন আমি আমার পার্সোনাল বিকাশ ব্যবহার করি নাই। আজ সকালে ক্যাশ আউট করতে গিয়ে দেখি " Your bkash account currently is not active. Please call 16247" লেখাটি উঠছে!  চক্ষু তো চড়কগাছ! একাউন্টে টাকা ছিল এবং টাকাটার দরকারও। বিকাশ হেল্পলাইনে ফোন দিলাম, বলল "বাংলাদেশ ব্যাংকে আদেশে একাউন্ট ডি-অ্যাকটিভ করা হয়েছে, তথ্য হালনাগাদ করার জন্য "। পরে আমি বললাম, "তাহলে তথ্য হালনাগাদের জন্য যেহেতু একাউন্ট বন্ধ করেছেন কোন ওয়ার্নিং ছাড়া তাই হালনাগাদ শেষ হলে আপনারা কেন একাউন্ট অ্যাকটিভ করে দিবেন না?" আমাকে বলা হলো, "স্যার একাউন্ট অ্যাকটিভ করতে হলে বিকাশ কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে হবে। সাথে এনআইডি কার্ডের ফটো কপি (১) এবং পাসপোর্ট সাইজের ছবি (১) জমা দিতে হবে। অথচ একাউন্ট খোলা হয়েছিল প্রায় ৪ বছর আগে যখন সকল ডকুমেন্ট/ডাটা এন্টি করেই খোলা হয়েছিল। এতদিন পরে কি তথ্য হালনাগাদ করার দরকার তাদের?  অথচ, তথ্য হালনাগাদ যদি করতেই হতো তাহলে কেন কোনপ্রকার ওয়ার্নিং নোটিশ দিলো না, অথবা কোন ম্যাসেজ দিলো না! তারা বলে ১ মিনিটের কম সময়ে একাউন্ট খোলা যায়। আমি বলি এক মিনিটে একাউন্ট খুলিয়ে নিয়ে দশ হাজার আটকায় রেখে তাদের লাভ কি?   © এটা কি নিয়ম বহির্ভূত নয়?  © এটা কি গ্রাহকের সাথে প্রতারণা নয়? এর জন্য কি কোন মামলা বা আইনি অধিকার বা ভোক্তা অধিদপ্তরে মামলা করা যাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে