শেয়ার করুন বন্ধুর সাথে

মেয়েদের মধ্য থেকে বিজ্ঞানী কম থাকায় আমরা ধরে নিয়েছি মেয়েদের বুদ্ধি কম। কিন্তু ভবিষ্যতে সমীকরন পাল্টে যাবে। করতে হবে নতুন অংক। ভবিষ্যতে অধিকাংশ বিজ্ঞানী নারীদের মধ্য থেকেই আসতে পারে। আগে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছিল না৷ তাই নারী বেশী পড়াশুনা করলেও কর্মক্ষেত্রে প্রয়োগ করার সুযোগ ছিল না। কেননা একটার পর একটা বাচ্চা হলে কর্মে নিয়োগ হবে কখন? বিজ্ঞান সাধনা করবে কখন? খামাকা বিএ পাস করে সময় অপচয়। আর অতীতে লোকও কম ছিল। লোকসংখ্যা বাড়ানোও দরকার ছিল৷ কিন্তু এখন বিজ্ঞানের আবিস্কারের কারনে নারী চাইলে বাচ্চা না নিয়ে বা কেবল একটি বাচ্চা নিয়ে ফ্রি টাইম তৈরি করতে পারে। বিধায় এখন নারীর পক্ষে ক্যারিয়ার গঠন সম্ভব৷ তবে কেন নারী তার সর্বোচ্চ সম্ভবনাকে কাজে লাগাবে না? আগের মহিলারাও অধিক বাচ্চা নিয়ে স্বামীর সংসারে বন্দি থাকতে চায় নি। ১০-১৫ টা বাচ্চা নিতে তাদেরও কষ্ট হতো৷ কিন্তু কিছুই করার ছিল না। প্রযুক্তির কারনে যুগ পাল্টেছে তবে কেন মেয়েরা অতীতের প্রথায় কষ্ট করবে? আপনি কি বিজ্ঞানের সুবিধাগুলি নিচ্ছেন না। যেমনঃ ফ্যান, লাইট, টিভি, পানির মটর৷ এগুলি যদি আপনার জীবনকে আরামদায়ক করতে ব্যবহৃত হতে পারে। তবে কেন মেয়েরা তাদের লাইফকে আরামদায়ক করতে পিল খাবে না কিংবা স্বামী-শাশুড়ির অত্যাচার সহ্য করার চেয়ে স্বাধীন জীবন গড়ার চিন্তা করবে না??

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ