ক + খ = ৩০
খ + গ = ৬০
গ + ঘ = ১২০
হলে ঘ - ক = কত?

শেয়ার করুন বন্ধুর সাথে

ক = ১০, খ = ২০, গ = ৪০, ঘ = ৮০ 

অতএব ঘ - ক= ৮০ - ১০=৭০ 
উত্তর: ৭০
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

উত্তরটি ৬০ ও হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sadiq islam

Call

ধরি, ক=১০ তাহলে, ঘ =৬০; ঘ-ক =৫০ হবে। তবে, এর সঠিক কোনো সিদ্ধান্ত /সমাধান নেই। যেকোনো সমাধানই দেয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এখানে,  ক + খ =৩০,    খ + গ = ৬০,     গ + ঘ = ১২০  যেহেতু  প্রতি যোগফল দ্বিগুন করে বৃদ্ধি পেয়েছে। সুতরাং "ক", " খ", "গ" "ঘ" এর মানও দ্বিগুন করে বাড়বে। আবার সমাধান করে দেখা যায়, ক + ঘ = ৯০   অতএব ক = ১০, খ = ২০, গ = ৪০ এবং ঘ = ৮০ তাই ঘ - ক = ৮০ - ১০ = ৭০

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MAHFUJ MPBP

Call

ক+ঘ=৯০ হলেও (ঘ-ক) এর মান নির্দিষ্ট নয় অর্থাৎ চলক। যার মান ক/খ/গ/ঘ এর যেকোনো একটি উপর নির্ভরশীল। ঘ+ক=৯০ ঘ-ক=৯০-২ক =2(45—ক)➤(1) =2(15+খ)➤(2) =2(৭৫—গ)➤(3) =2(ঘ—৪৫)➤(4) 1/2/3/4 প্রত্যেকটি (ঘ—ক) এর মান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ