Call

হুমম একটা সমস্যাই বটে। আমার মতে এমন লাইফ আসলে অমানবিক। অভিশাপের মত। স্বামী রোজগারের জন্য বাইরে থাকবে। আর স্ত্রী দেশে। দুজনেরই কষ্ট। কেউ কারো খোঁজ খবর নিতে পারবে না ঠিকমত। এবং এই অবস্থায় অনেক সময় সন্দেহ ও দেখা দিতে পারে দুজনের মধ্যে। এ ধরণের সমস্যা বেশ জটিল ধরণের হয়ে থাকে। এবং পরিবারে ব্যাপক অশান্তি সৃষ্টি করে। যেহেতু আপনি অসুস্থ আর ঠিকমত যোগাযোগ রাখতে পারছেন না সেহেতু আপনার উচিৎ হবে আপনার স্বামীকে বোঝানো। আপনি উল্লেখ করেন নি বর্তমানে কোথায় আছেন। যদি শ্বশুর বাড়িতে থেকে থাকেন তাহলে বলব আপনার শ্বশুর শাশুড়ি এবং অন্যান্য যারা আছেন তাদের সাহায্য নিন। তারা হয়তো আপনার স্বামীকে আশ্বস্ত করতে পারবেন যে তোমার স্ত্রী ঠিকই তোমার কথা ভাবে। কিন্তু শারীরিক দূর্বলতার কারণে আগের মত যোগাযোগ করতে পারেনা। আর যদি বাবার বাড়িতে থেকে থাকেন তাহলে ব্যাপারটা আরো জটিল। কথা না বললে হয়তো আপনার স্বামী ভেবে বসবে আপনি অন্য কাউকে সময় দিচ্ছেন! কাজেই সংসার টিকাতে হলে আপনার এদিকটা লক্ষ্য রাখতে হবে। যেভাবেই হোক আপনি আপনার স্বামীকে ভরসা দিন যাতে উনি বুঝতে পারে আপনি তার বউ হিসেবেই সুখী আছেন এবং সুখী থাকতে চান। প্রয়োজনে তাকে দেশে আসার কথাও বলতে পারেন। ওনাকে বলেন যে আপনার বেশ অসহায় লাগছে তাকে ছাড়া। যত দ্রুত সম্ভব সে যাতে দেশে এসে আপনার সাথে কিছুদিন থাকেন। মাথা গরম করা যাবেনা। যদি আপনার স্বামীর সাথে রাগ দেখান তাহলে সে আপনার ব্যাপারে উল্পাটাল্টা ভাবতে পারে। আর সবচেয়ে বড় কথা হল আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনাদের সম্পর্ক স্বাভাবিক থাকে। আরেকটা দোয়া করবেন আপনার স্বামীর যাতে দেশের মধ্যেই হালার আয় করার ব্যবস্থা হয়ে যায়। যাতে করে তাকে বিদেশে একাকী না থাকতে হয়। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App

স্বামী স্ত্রীর মধ্যে এরকম অভিমান মাঝে মাঝে হয়েই থাক*আপনার স্বামীকে বুঝান যে আপনি অসুস্থ এজন্য বেশি কথা বলতে পারেন না

Talk Doctor Online in Bissoy App