শেয়ার করুন বন্ধুর সাথে
Call

না একেক দেশের সংস্কৃতি একেক ধরনের। আমাদের পোশাক-পরিচ্ছদে যেমন অমিল  পরিবর্তন রয়েছে। ঠিক তেমনি খাওয়া দাওয়া, চলা-ফেরা এবং মানসিক দিক দিয়েও পরিবর্তন লক্ষ করা যায়। ঠিক সে অনুপাতে খাওয়া-দাওয়ার মধ্যেও অনুরূপ পরিবর্তন দেখা যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না, অন্যান্য দেশের লোকেরা তাঁদের নিজস্ব সংস্কৃতি অনুযায়ী খাবার খায়।

  • আরবজাতি খায়- উটের গোশত/রুটি তথা সারীদ।
  • পাকিস্তানিরা খায় যব/আটা।
  • চীনারা খায় সাপ/ব্যাঙ।
  • আমেরিকানরা খায় হটডগ/পিৎজা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাত হল চাল থেকে তৈরি খাবার। ভাত বাংলাদেশের ও ভারতের অধিকাংশ মানুষের প্রধান খাদ্য। এটি চাল কে সিদ্ধ করে তৈরি করা হয়। বাংলাদেশের চাল থেকে যে ভাত হয় তা মোটামুটি ভাবে ঝরঝরে। কিন্তু চীনজাপান এবং কোরিয়ার চালের ভাত বেশ আঠালো।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ