প্রশ্ন

হাফ হাতা শার্ট পরে নামাজ আদায় করা নাকি যায় না, পোর হাতের শার্ট পরে নাকি নামাজ পড়তে হয়?   অনেকে বলতেছে।

এ ব্যাপারে কুরআন ও হাদিসে কি আছে?  


শেয়ার করুন বন্ধুর সাথে
Call
  • নিশ্চয়ই করা যায়। 
  • তবে হানাফী মাযহাবে এটিকে মাকরূহ বলা হয়েছে। তবে সালাফি এবং কিছু মাজহাব এটিতে কোন মাকরূহাত দেখতে পান না। 
  • তাই নামাজকে ত্রুটিপূর্ণতা থেকে রক্ষার্থে এমনটা করা থেকে বেঁচে থাকা চাই। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ